আপনি কি ভিডিও ডাউনলোড করার apps খুঁজতেছেন ? যদি খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটা আপনার জন্য। আজকের পোস্টে আমরা সেরা ৪ টি ভিডিও ডাউনলোড করার apps এর রিভিউ করব ।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো থেকে সরাসরি মোবাইল বা পিসিতে ভিডিও ডাউনলোড করা যায় না। এ কারণে আমাদেরকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এর সাহায্য নিতে হয়।
তো আজকের এই পোস্টে যে অ্যাপ্লিকেশন গুলো শেয়ার করা হবে এগুলো বেশ জনপ্রিয় এবং এগুলো থেকে ভিডিও ডাউনলোড করা অনেক সহজ। চলুন কথা না বলে শুরু করা যাক।
আরও দেখুন – ফেসবুক ভিডিও ডাউনলোড করার সহজ উপায়
১. vidmate.apk
প্রথমে আমরা vidmate অ্যাপস কে রেখেসি। কারণ মোবাইল দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করার সব থেকে সেরা এবং ভালো অ্যাপ হচ্ছে ভিটমেট ।
আর এই ভিটমেট অ্যাপ এর বেশ কিছু সুবিধা নিচে বর্ণনা করা হলো:
- অ্যাপটি দিয়ে ভিডিও ডাউনলোড খুব দ্রুত করা যায়।
- ভিডিও ডাউনলোডের পাশাপাশি অডিও এবং বিভিন্ন সফটওয়্যার ও ডাউনলোড করা যায়।
- বিভিন্ন ভিডিও কে অডিওতে রূপান্তর করা যায়।
- লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়।
- যেকোনো প্লাটফর্ম এর ভিডিও ডাউনলোড করা যায়।
- এই অ্যাপ্লিকেশনটি অনেক জনপ্রিয় এবং পুরাতন তাই এটি ব্যবহার করা অনেক সিকিউর।
উপরের এই সমস্ত সুবিধা গুলো ছাড়াও vidmate অ্যাপ এর আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনি নিজে ব্যবহার শুরু করলে বুঝতে পাতবেন।
এই ভিটমেট অ্যাপ দিয়ে যেহেতু youtube এর ভিডিও ডাউনলোড করা যায় তাই এটি google play store এ পাওয়া যায় না । তো আপনি চাইলে আসল ভিটমেট অ্যাপ ডাউনলোড এ ক্লিক করে এটি ইন্সটল করে নিতে পারেন।
২. tubemate apps
মোবাইল দিয়ে ভিডিও ডাউনলোড করার জন্য আরেকটি জনপ্রিয় এপ্লিকেশন এর নাম হচ্ছে টিউবমেট। এই অ্যাপ্লিকেশনটি দিয়েও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও গুলো খুব সহজে ডাউনলোড করা যায়।
নিচে টিউবমেট অ্যাপ এর কিছু সুবিধা তুলে ধরা হলো:
- আর এই tubemate অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকের নয় , বিভিন্ন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট থেকেও আপনারা ভিডিও নামাতে পারবেন।
- এছাড়াও অ্যাপ্লিকেশন এর ইন্টারফেস অনেক সহজ হওয়াতে যে কেউ চাইলেই খুব সহজে এটি ব্যবহার করতে পারবে।
- tubemate অ্যাপ্লিকেশন এর সাইজ অনেক কম যার কারণে মোবাইল ফোনে অ্যাপটি ব্যবহার করলে মোবাইলে কোন ধরনের সমস্যা হয় না।
তো এই অ্যাপ টি মোবাইলে ইনস্টল করার জন্য tubemate.net ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
3. SnapTube apps
ভিডিও ডাউনলোড করার আরেক জনপ্রিয় অ্যাপ হচ্ছে এই স্নাপটিউব। এই অ্যাপটি দিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট এবং অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
নিম্নে snaptube এর কিছু সুবিধা লেখা হলো:
- খুব সহজে এই ভিডিও ডাউনলোডিং চালু করা যায়।
- মোবাইলের ভিডিও এবং অডিও প্লেয়ার হিসেবে এই অ্যাপ ব্যবহার করা যায়।
- কত স্পিডে একটি ভিডিও বা অডিও ফাইল ডাউনলোড হচ্ছে সেটি দেখা যায়।
- ফেসবুকের যেকোনো গ্রুপ বা পেইজের ভিডিও ডাউনলোড করা যায়।
- বিভিন্ন কোয়ালিটির ভিডিও এবং অডিও ডাউনলোড করতে পারবেন।
- snaptube ব্যবহার করা বেশ সহজ এবং সিকিউর।
কোন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য সেই ভিডিও লিংক কপি করবেন । এরপর স্নাপটিউব অ্যাপের ভিতর ঢুকলেই ওই ভিডিওটির ডাউনলোড অপশন শো করবে। সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ভিডিও ডাউনলোড হওয়া শুরু করবে।
আরও দেখুন: ছবি ক্লিয়ার করার সফটওয়্যার – ঝাপসা ছবি ক্লিয়ার
তো যদি আপনি এটি ব্যবহার করতে চান তাহলে snaptubeapp.com ওয়েবসাইট ভিজিট করে এটি ইন্সটল করে নিতে পারেন।
4. 4k video downloder
উপরের তিনটি অ্যাপ ছিল মোবাইল ব্যবহারকারীদের জন্য। কিন্তু এই অ্যাপটি শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারীদের জন্য । যারা কম্পিউটার ব্যবহার করে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার খুজতেছেন তাদের জন্য এটি সেরা।
কম্পিউটারের জন্য যতগুলো ভিডিও ডাউনলোডিং সফটওয়্যার আছে তার মধ্যে এই 4k video downloader সবথেকে বেশি জনপ্রিয় এবং ব্যবহার করা বেশি সিকিউর।
এই অ্যাপটি দিয়ে আপনারা কম্পিউটারে 4k কোয়ালিটির ভিডিও পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এপ্লিকেশনের জনপ্রিয়তা দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে যার কারণে এর কোম্পানি অ্যাপ্লিকেশনটিকে আরো দ্রুত আপডেট করে বিভিন্ন চমৎকার ফিচার যুক্ত করতেছে।
তো আপনারা পিসি এর জন্য সফটওয়্যারটি ইন্সটল করতে 4kdownload.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আরও দেখুনঃ বাংলা ফন্ট ডাউনলোড করার সেরা ওয়েবসাইট
শেষ কথা
আজকের পোস্টে আমরা মোট ৪ টি ভিডিও ডাউনলোড করার apps শেয়ার করেছি । আমরা যে অ্যাপ্লিকেশন গুলো শেয়ার করেছি সেগুলোর জনপ্রিয়তা অন্যান্য অ্যাপ্লিকেশনের থেকে বেশি।
এছাড়াও এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে ইউজারদের কোন তথ্য চুরি হওয়া সম্ভাবনা নেই । তাই আপনার নিশ্চিন্তে এর মধ্য থেকে আপনার পছন্দের অ্যাপটি ব্যবহার করা শুরু করতে পারেন। যদি আজকের পোস্টটি ভাল লাগে তাহলে চাইলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে।