ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের সরাসরি কোন উপায় নেই। ফেসবুক ভিডিও ডাউনলোড করার অফিসিয়াল কোন পদ্ধতি ফেসবুক রাখেনি। অনেক সময় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। আপনি যদি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনার জন্য এই পোস্টটি অনেক বেশি হেল্পফুল হবে। এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুক থেকে সহজে ভিডিও ডাউনলোড করা যায়।
ফেসবুকে ভিডিও ডাউনলোড করার জন্য বেশিরভাগ মানুষই থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করে। অনেকেই ভিডমেটের (Vidmate) সাহায্যে ভিডিও ডাউনলোড করে থাকে।
আরও দেখুন- ভিডিও ডাউনলোড করার সহজ উপায় – ভিডিও ডাউনলোডার অ্যাপস ২০২৩
আজকের এই আর্টিকেলে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার দুটি উপায় সম্পর্কে জানবো। আমার কাছে এগুলো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সবথেকে সহজ উপায়। কারণ এতে আপনার কোন থার্ড পার্টি সফটওয়্যার ইন্সটল করতে হবে না। ফলে আপনার ফোনের স্টোরেজ অনেকখানি সেভ হবে।
ফেসবুকের মাধ্যমেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড (পদ্ধতি -১)
যদিও পোস্টের শুরুতে আমি বলেছি যে ফেসবুক থেকে অফিসিয়ালি ভিডিও ডাউনলোড করার কোন সিস্টেম নেই। তবে আমরা এখন যে পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করা শিখব সেটা কিন্তু ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমেই।আমি সচরাচর এই পদ্ধতিতেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে থাকি। কারণ এই পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করলে ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। এজন্য নিজের ধাপগুলো ফলো করুনঃ
- প্রথমেই আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটির লিংকটি কপি করুন।
- এবার আপনার ক্রোম (Chrome) ব্রাউজারে চলে যান। ব্রাউজারের এড্রেস বারে গিয়ে লিংকটি পেস্ট করতে হবে হালকা পরিবর্তন করে। কপি করা লিংকের শুরুতে যে www রয়েছে সেটার পরিবর্তে mbasic বসিয়ে দিন।
- এবার ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি প্লে করুন।
- ভিডিওটি প্লে করার পর ডানদিকের নিচ কোনায় থাকা মেনুতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
এভাবে মূলত খুব সহজেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন বাড়তি কোনো অ্যাপ ছাড়াই। তবে অবশ্যই ক্রোম বা অন্য যেকোনো ব্রাউজার থাকতে হবে। এক্ষেত্রে সরাসরি আপনি ফেসবুকে সার্ভার থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন বাড়তি কোন সফটওয়্যার বা ওয়েবসাইট ছাড়াই
ফেসবুক ভিডিও ডাউনলোড ওয়েবসাইট (পদ্ধতি – ২)
এবার আমরা জানবো ফেসবুকের সার্ভার ছাড়াও কিভাবে অন্য ওয়েবসাইটের মাধ্যমে সহজে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়। এক্ষেত্রে নিচের ধাপগুলো ফলো করুনঃ
- আগের মতোই ভিডিও লিংক কপি করে, ক্রোম ব্রাউজারে চলে আসুন। তারপর এই ওয়েবসাইটে (fdown.net) যান।
- লিংক পেস্ট করার জায়গায় কপি করা লিংকটি পেস্ট করে দিন। এবার হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি এরকম দুটি অপশন পাবেন।
দরকার অনুযায়ী কোয়ালিটিতে ক্লিক করে কাঙ্ক্ষিত ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। সুবিধার জন্য ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটটি মনে রাখতে পারেন বা বুকমার্ক করে নিতে পারেন। বুকমার্ক করে রাখলে আপনি সরাসরি ওয়েব সাইটে ঢুকতে পারবেন বারবার টাইপ করতে হবে না।
আরো কিছু ফেসবুক ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট
কি অনেক সহজ না? ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য আর নতুন করে কোন অ্যাপ ইন্সটল করতে হবে না। আপনার সুবিধার জন্য নিচে আরও কয়েকটি ফেসবুক ভিডিও ডাউনলোডের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি –
- snapsave.app
- savefb.app
- fsave.io
- fdownloader.net
- fdownload.app
আরও পড়ুন – ফেসবুক থেকে আয় ২০২৩: কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়?
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
এই পোস্ট শুধুমাত্র এডুকেশনাল উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমরা জানি অনুমতি ব্যতীত ফেসবুকের ভিডিও ডাউনলোড করে তার ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড না করে, অরিজিনাল ক্রিয়েটরের ভিডিও শেয়ার করে তার প্রচারে সহযোগিতা করুন।
যাইহোক, এভাবেই আপনি খুব সহজেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। দুটি পদ্ধতির মধ্যে যেটি আপনার ভালো লাগে সেটি ফলো করতে পারেন।