ম্যাসেজ এসে টাকা কাটার সার্ভিস বন্ধ করুন – আমাদের সকলের কাছে একটি প্যারাদায়ক ও বিরক্তিকর বিষয় হলো সিমের টাকা কেটে নেওয়া। আমরা অনেকেই জেনে বা না জেনে নানা ধরনের সার্ভিস চালু করে ফেলি।
এ ধরনের সার্ভিসগুলোকে বলা হয় VAS যেটার সাধারণ বাংলা হলো টাকা কাটার সার্ভিস। আজকের এই আর্টিকেলে আমরা শেয়ার করবো সকল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড যেগুলোতে ডায়াল করলে আপনার সকল VAS বন্ধ হবে।
টাকা কাটার সার্ভিসের ক্ষেত্রে সবথেকে বড় বাটপার হলো টেলিটক। এরা টাকা কেটে নেওয়ার কোনো এসএমএস-ও দেয় না। ফলে গ্রাহক বুঝতেও পারে না টাকা কোথায় যাচ্ছে।
গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও স্কিটো সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম
সিমের নাম | ডায়াল কোড/নিয়ম |
গ্রামীনফোন | *121*6*1# |
বাংলালিংক | *121*7*1*2*1# |
রবি | *9# |
এয়ারটেল | *9# |
টেলিটক | STOP ALL>335 |
স্কিটো | স্কিটো অ্যাপ |
গ্রামীণফোন টাকা কাটা সার্ভিস বন্ধ করার কোড
গ্রামীনফোন এর ওয়েলকাম টিউন বন্ধ করতে “Stop” লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।
গ্রামীনফোন এর ইন্টারনেট সেবা অফ করতে *500*40# লিখে পাঠিয়ে দেন।
গ্রামীনফোন এর ফেইসবুক বন্ধ করতে টাইপ করুন “Stop” লিখে পাঠিয়ে দিন 32665 এই নাম্বারে।
গ্রামীনফোন এর মিসড কল এলার্ট অফ করতে টাইপ করুন “STOP MCA ” লিখে পাঠিয়ে দিন 6222 নাম্বারে।
গ্রামীনফোন এর কলব্লক অপশন বন্ধ করতে টাইপ করুন “Stop CB ” লিখে পাঠিয়ে দিন 5678 এই নাম্বারে।
এয়ারটেল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড
- airtel Promotional SMS Call
- Dial *121*9*2# (free)
- airtel facebook ussd
- Dial *325*22# and to confirm press 1
- airtel Caller tune & My
- tune Dial *121*3*1#
- airtel Music & entertainment / mRadio
- Dial *121*3*2#
- airtel Mobile Backup Dial
- Dial *121*3*3#
- airtel Miss call alert Dial
- Dial *121*3*4#
- airtel Classified service Dial
- Dial *121*3*5#
- airtel Cricket Dial
- Dial *121*3*6#
- airtel Religious alert Dial
- Dial *121*3*7#
- airtel Health & Education
- Dial *121*3*8#
- airtel Horoscopes Dial
- Dial *121*3*9#
- airtel News Service Dial
- Dial *121*3*10#
- airtel Weather forecast
- Dial *121*3*11#
- airtel Voice mail Dial
- Dial *121*3*12#
- airtel Intl. Roam SMS Dial
- Dial *121*3*13#
- airtel Jokes Dial
- Dial *121*3*14#
- airtel Call block service Dial
- Dial *121*3*15#
এই ছিলো আমাদের সকল সিমে টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম। এই USSD কোড ডায়াল করে আপনি আপনার সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করতে পারবেন।