আজকের দুনিয়ায় ডিজিটাল মার্কেটিং একটা ঝলমলে ক্যারিয়ার অপশন। অনলাইনে আপনার পণ্য বা সেবা বিক্রি করতে চান? নাকি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান? যেই কারণেই হোক, ডিজিটাল মার্কেটিং শেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, একটা প্রশ্ন তো আছেই – ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগবে? আর কত টাকা আয় করতে পারবেন? চলুন, আজ এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি।
ডিজিটাল মার্কেটিং শেখার সময়
সত্যি কথা বলতে, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য নির্দিষ্ট সময়সীমা বলা কঠিন। এটা অনেকটাই আপনার আগ্রহ, পূর্ব অভিজ্ঞতা ও ডেডিকেশনের উপর নির্ভর করে। তবে, বেসিক ডিজিটাল মার্কেটিং শেখার জন্য ৩-৬ মাস সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে আপনি শিখতে পারবেন:
- SEO (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন): গুগলের মতো সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে শীর্ষে নিয়ে আসা।
- SEM (সার্চ ইঞ্জিন মার্কেটিং): গুগল অ্যাডসের মতো পেইড অ্যাড ব্যবহার করে আপনার পণ্য বা সেবা প্রমোট করা।
- Social Media Marketing (সোশ্যাল মিডিয়া মার্কেটিং): ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো প্লাটফর্মে আপনার ব্যবসা প্রচার করা।
- Content Marketing (কন্টেন্ট মার্কেটিং): ব্লগ লেখা, ইনফোগ্রাফিক তৈরি, ভিডিও বানানোর মতো উপায়ে আপনার অডিয়েন্সকে আকর্ষণ করা।
- Email Marketing (ইমেইল মার্কেটিং): ইমেইলের মাধ্যমে আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ করা।
আরও এর আগেই যদি আপনার বেসিক জানা থাকে তাহলে ৩ – ৪ মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং আয়ত্তে আনা সম্ভব। তবে এজন্য রেগুলার প্র্যাকটিস ও লাইভ প্রজেক্ট করতে হবে। এছাড়া আপনাকে শুরুতেই ডিজিটাল মার্কেটিং এর সব শেখার দরকার নাই। যেমন- আপনি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইমেইল মার্কেটিং শিখে শুরু করতে পারেন। তারপর প্রয়োজন অনুসারে ধীরে ধীরে বাকি ক্ষেত্রগুলো শিখতে পারেন।
ডিজিটাল মার্কেটিং কোর্স কত দিনের?
ডিজিটাল মার্কেটিং কোর্সের দৈর্ঘ্য বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত, একটি বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করতে ৩ থেকে ৬ মাস সময় লাগে। এ ধরনের কোর্সগুলোতে SEO, SEM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এবং গুগল অ্যানালিটিক্সের মতো মূল বিষয়গুলো শেখানো হয়। অনেক প্রতিষ্ঠান আবার ৬ মাস থেকে ১ বছরের অ্যাডভান্সড কোর্সও প্রদান করে, যেখানে বিভিন্ন কেস স্টাডি এবং রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ থাকে।
তবে, শেখার সময় শুধুমাত্র কোর্সের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। ডিজিটাল মার্কেটিং একটি পরিবর্তনশীল ক্ষেত্র, তাই প্রফেশনাল হওয়ার জন্য নিয়মিত আপডেট থাকা এবং নতুন টুলস ও ট্রেন্ড সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্স শেষে নিজের দক্ষতা বৃদ্ধি করতে প্র্যাকটিস এবং হাতে-কলমে কাজ করার সুযোগ নেওয়াও প্রয়োজনীয়।
ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কি শিখতে হবে?
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বিভিন্ন দক্ষতা ও টুলস সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। এখানে তিনটি বিষয় সংক্ষেপে আলোচনা করা হলো:
১. বেসিক স্কিলস:
ডিজিটাল মার্কেটিং শুরু করার জন্য প্রথমেই আপনাকে কিছু বেসিক স্কিলস শেখা প্রয়োজন। এর মধ্যে অন্যতম হলো SEO (Search Engine Optimization) এবং SEM (Search Engine Marketing)। SEO এর মাধ্যমে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে থাকা যায় এবং SEM হলো পেইড এডভার্টাইজমেন্টের মাধ্যমে ট্র্যাফিক আনা। এছাড়া Content Marketing ও Social Media Marketing কিভাবে কাজ করে তা বোঝা জরুরি। ডিজিটাল মার্কেটিং এর এই বেসিক ধারণাগুলো আপনাকে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।
২. টেকনিক্যাল স্কিলস:
বেসিক স্কিলের পাশাপাশি, কিছু টেকনিক্যাল দক্ষতা অর্জন করাও প্রয়োজন। যেমন Google Analytics এবং Google Ads পরিচালনা কিভাবে করবেন তা শিখতে হবে। এছাড়া Email Marketing প্ল্যাটফর্ম যেমন Mailchimp বা HubSpot ব্যবহার করা জানতে হবে। CMS (Content Management System) যেমন WordPress পরিচালনার দক্ষতা থাকলে আপনি ব্লগ পোস্ট, ল্যান্ডিং পেজ তৈরি এবং অপটিমাইজ করতে পারবেন। এছাড়া HTML/CSS এর বেসিক জ্ঞান থাকলে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন সেটআপ ও কাস্টোমাইজ করা সহজ হবে।
৩. কৌশলগত দক্ষতা:
ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে হলে, শুধু স্কিলস শিখলেই হবে না; আপনাকে স্ট্রাটেজি বা কৌশল সম্পর্কেও জানতে হবে। কিভাবে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করবেন, তাদের জন্য উপযুক্ত কন্টেন্ট তৈরি করবেন এবং বিভিন্ন চ্যানেলে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন করবেন তা জানতে হবে। Competitor Analysis করে প্রতিযোগীদের কৌশল বিশ্লেষণ করে নিজস্ব স্ট্রাটেজি তৈরি করতে হবে। ডিজিটাল মার্কেটিং কৌশল পরিকল্পনা এবং তার কার্যকারিতা পরিমাপ করার দক্ষতা আপনাকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করবে।
ডিজিটাল মার্কেটিং এর এই তিনটি বিষয় শিখতে ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে।
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য শুরু করার কয়েকটি উপায়:
১. অনলাইন কোর্স: অনলাইন কোর্স হল ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে জনপ্রিয় উপায়। এই কোর্সগুলিতে সাধারণত বেসিক থেকে অ্যাডভান্সড সব বিষয়বস্তু covered থাকে। আপনি আপনার বাজেট ও সময়ের হিসাব করে যেকোনো ভালো মানের অনলাইন কোর্স বেছে নিতে পারেন।
২. বই: ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ভালো মানের বই রয়েছে। এই বইগুলি পড়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মূল ধারণাগুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়া অনেক এক্সপার্টদের লেখা ইবুক আকারে বই রয়েছে।
৩. ব্লগ: ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ভালো মানের ব্লগ রয়েছে। এই ব্লগগুলি পড়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের নতুন নতুন ট্রেন্ড ও কৌশল সম্পর্কে জানতে পারবেন। ডিজিটাল মার্কেটিং টপিকে আমাদের বঙ্গ উইকিতে অনেক ব্লগ আছে, সেগুলোও পড়তে পারেন।
৪. সেমিনার: ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক সেমিনার হয়। এই সেমিনারগুলোতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শিক্ষা নিতে পারবেন।
আরও দেখুন – ডিজিটাল মার্কেটিং শেখার উপায় (কার্যকর ৫টি উপায়)
আপনি আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী যেকোনো উপায় বেছে নিতে পারেন। তবে, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য শুধুমাত্র বই পড়া বা কোর্স করাই যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই বাস্তব জগতে কাজ করতে হবে। আপনি নিজের ব্যবসায় বা কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিংয়ের কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এছাড়াও, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেও অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কিছু পরামর্শ
আমার জানামতে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবথেকে সহজ একটি স্কিল। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন না কেনো আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। সহজেই শেখা যায় দেখে গুরুত্ব থাকে না। এজন্য নিচের পরামর্শগুলো ফলো করতে পারেন –
আপনার লক্ষ্য নির্ধারণ করুন: আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখতে চান? আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, কোনো কোম্পানিতে চাকরি করতে চান, নাকি নিজের ব্যবসা শুরু করতে চান? আপনার লক্ষ্য নির্ধারণ করলে আপনি সেই লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথ বেছে নিতে পারবেন।
নিয়মিত চর্চা করুন: ডিজিটাল মার্কেটিং একটি বাস্তব-বিশ্বের দক্ষতা। আপনি যত বেশি চর্চা করবেন, ততই ভালো হবেন। তাই, ডিজিটাল মার্কেটিং শেখার পর বাস্তব জগতে কাজ করার চেষ্টা করুন।
আপডেটে থাকুন: ডিজিটাল মার্কেটিং একটি দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্র। তাই, সবসময় নতুন নতুন ট্রেন্ড ও কৌশল সম্পর্কে জানতে থাকুন। পুরো মার্কেট আপ ডাউন হয়। আজকে যে ব্যপারটা ট্রেন্ডিং কাল হয়তো সেটার কোনো ভ্যালু নেই। তাই আপডেট থাকতে হবে পুরো মার্কেট সম্পর্কে।
আরও দেখুন – ডিজিটাল মার্কেটিং শিখতে কত টাকা লাগে?
শেষ কথা – বলা যায় খুবই অল্প দিনের মধ্যেই ডিজিটাল মার্কেটিং শেখা সম্ভব। রেগুলার সময় দিলে ডিজিটাল মার্কেটিং শিখতে ৩০-৯০ দিন লাগে। ডিজিটাল মার্কেটিং একটি চ্যালেঞ্জিং স্কিল হলেও সম্ভাবনাময় ক্ষেত্র। যদি আপনি এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারের সুযোগ অনেক বেড়ে যাবে।