ঘরে বসে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করেই বিসিএস, বিভিন্ন চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নেওয়া যাবে। কি একটু নড়ে চড়ে বসলেন? হ্যা, সম্প্রতি গুগল প্লে স্টোরে প্রিয় শিক্ষালয় নামের একটি অ্যাপ লঞ্চ হয়েছে। যেটির মাধ্যমে ঘরে বসেই এসব প্রস্তুতিমূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে।
করোনা পরবর্তী সময়ে অনলাইনে শিক্ষাদানের বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমরা অনেকগুলো অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম দেখেছি যারা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনেছে। আজকের এই ব্লগে আমরা প্রিয় শিক্ষালয় অ্যাপ সম্পর্কে জানবো।
প্রিয় শিক্ষালয় কি?
প্রিয় শিক্ষালয় হচ্ছে একটি জবস প্রিপারেশন ও লার্নিং অ্যাপ। বেকারবান্ধব শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে মূলত এর যাত্রা। বর্তমানে মেইন ফোকাস বিসিএস পরীক্ষার প্রস্তুতি হলেও এর মাধ্যমে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে। এর মাধ্যমে ঘরে বসেই প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে। এছাড়া শিক্ষক নিবন্ধন ও বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির প্রস্তুতি নেওয়া যাবে। মজার ব্যাপার হচ্ছে, আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতিও এই অ্যাপের মাধ্যমে নিতে পারবেন।
আরও জানুনঃ ঘরে বসে ইংরেজি শিখুন – ইংরেজি শেখার সহজ ৫টি উপায়
প্রিয় শিক্ষালয় অ্যাপের ফিচারসমূহ
এই অ্যাপটি অত্যন্ত আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ অ্যাপ। নিচে কয়েকটি প্রধান প্রধান ফিচার নিয়ে আলোচনা করা হলো:
১. কোর্সপ্ল্যান
যেখানে রয়েছে বিভিন্ন প্রস্তুতির প্ল্যান। কিভাবে প্রিপারেশন নিতে হবে, কখন কি পড়তে হবে, কখন পরীক্ষা হবে এসব নিয়ে কোর্সপ্ল্যান।
২. মডেল টেস্ট
মূল পরীক্ষার আদলে অনলাইন পরীক্ষা পদ্ধতি। বলা হচ্ছে মডেল টেস্ট অপশনে রয়েছে লক্ষাধিক প্রশ্ন। মডেল টেস্ট আবার দুটো সিস্টেমে হবে একটি হলো বিষয়ভিত্তিক আরেকটি পরীক্ষাভিত্তিক।
৩. প্রশ্ন ব্যাংক
বিগত বছরের বিসিএস, বিভিন্ন চাকরি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে সাজানো প্রশ্ন ব্যাংক। পরিসংখ্যানে যদি আসা হয় তাহলে প্রিয় শিক্ষালয় দেশের সবথেকে বড় ডিজিটাল প্রশ্নব্যাংক।
৪. লেকচার শীট
দেশসেরা মেন্টর ও টিচারদের হাতে লেখা নোটকে সমন্বয় করে বানানো হয়েছে লেকচার শীট। লেকচার শীটে বিভিন্ন বিষয়কে কাভার করা হয়েছে, যুক্ত করা হয়েছে বিভিন্ন শর্টকাট টেকনিক।
আরও দেখুন: কম খরচে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়
৫. কুইজ
এই ফিচারটি মজার, যেখানে আপনি খেলতে খেলতে প্রস্তুতি নিতে পারবেন। কুইজ খেলে অর্জন করতে পারবেন পয়েন্ট। এমনকি এই পয়েন্ট দিয়ে আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় গিফট।
৬. কারেন্ট অ্যাফেয়ার্স
আমরা জানি সাম্প্রতিক সময়ের অনেক ঘটনা থেকেই বিসিএস, চাকরি ও এডমিশন পরীক্ষায় প্রশ্ন আসে। আপনার প্রস্তুতির শতভাগ পূর্ণতা দিতে এই হেল্প করবে কারেন্ট অ্যাফেয়ার্স ফিচারটি।
৭. জব সার্কুলার
চাকরির সার্কুলারগুলো আপনি এই সেকশনে দেখতে পারবেন। সবথেকে মজার ব্যাপার নতুন কোনো চাকরির সার্কুলার হলেই আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে।
৮. অন্যান্য
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে বুকমার্ক, বয়স ক্যালকুলেটর, বুক শপ ও ব্লগ ফিচার।
ঘরে বসেই বিসিএস পরীক্ষার প্রস্তুতির অ্যাপ
বর্তমানে অ্যাপটিতে বিসিএস প্রস্তুতির ২৪০ দিনের একটি কোর্সপ্ল্যান। এটিতে ফোকাস করা হয়েছে ৪৬তম বিসিএসকে। এই কোর্সপ্ল্যানে রয়েছে সর্বমোট ২০০+ মডেল টেস্ট।
মোবাইলে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন প্রিয় শিক্ষালয় অ্যাপে। ৯০ দিনের কোর্সপ্ল্যানে আপনি এতে ৭০+ মডেল টেস্ট দিতে পারবেন।
প্রাইমারি শিক্ষক নিয়োগের উপর আরেকটি কোর্সপ্ল্যান চালু আছে। যেখানে রয়েছে ১০০টি মডেল টেস্ট।
এক অ্যাপেই সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি
বিগত ২০ বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন নিয়ে সাজানো একটি কোর্সপ্ল্যান রয়েছে। জব সল্যুশন নামের এই কোর্স প্ল্যানে ১০০টি মডেল টেস্ট দেওয়া যাবে।
রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রস্তুতি নিয়ে কোর্সপ্ল্যান। কোর্সপ্ল্যানে ৬৫টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আপনি দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির অ্যাপ
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্যও সেরা অ্যাপ প্রিয় শিক্ষালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক প্রস্তুতি।
এছাড়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ইউনিটভিত্তিক পৃথক কোর্সপ্ল্যান। এবং ভর্তি প্রস্তুতির জন্য দেশসেরা মেন্টরদের ফ্রি পাবেন অ্যাপটির অফিসিয়াল ফেসবুক পেইজে।
কিভাবে ইনস্টল করবেন প্রিয় শিক্ষালয়?
অ্যাপটি ইনস্টল করা খুবই সহজ। সহজ তিনটি ধাপেই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এজন্য প্রথমেই আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে “Priyo Shikkhaloy” লিখে। তারপর সহজেই ইনস্টল করে নিন অ্যাপটি।
অ্যাপটির আইওএস ভার্সন এখনো অ্যাপল স্টোরে রিলিজ হয়নি। তাই আইফোন ইউজাররা এই অ্যাপ আপাদত ব্যবহার করতে পারবে না। আর অ্যান্ড্রয়েড ইউজারদের অ্যাপটি ইনস্টল করতে মিনিমাম Android 5+ হতে হবে। অ্যাপটি ডেভেলপ করেছে প্রিয় টেক বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান।
আরও দেখুনঃ বাংলা ফন্ট ডাউনলোড করার সেরা ওয়েবসাইট
যেভাবে প্রিমিয়াম প্যাকেজ কিনবেন
অ্যাপ ইনস্টল শেষে প্রথমেই আপনাকে মোবাইল নম্বর দিয়ে রেজিঃ কমপ্লিট করতে হবে। তারপর আপনার কাঙ্খিত কোর্স প্ল্যানে ক্লিক করুন। তারপর এখনই কিনুন অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে।
এবার আপনার সুবিধামত পেমেন্ট মাধ্যম ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক পেমেন্ট সব অপশনই রয়েছে। পেমেন্ট কমপ্লিট করার পর আপনাকে ওয়েট করতে হবে না, অটোমেটিক আপনার প্ল্যান চালু হয়ে যাবে।
রিভিউ
প্রিয় শিক্ষালয় অ্যাপ আমি দুইমাস ধরে ব্যবহার করছি। ওভারঅল অ্যাপের ফিচারগুলো খুবই আকর্ষণীয়। ডিজাইন ইউজার ফ্রেন্ডলি। যদিও অনেক ফিচার পুরোপুরি চালু হয়নি, তবে ইনিশিয়াল রিলিজ হিসেবে অ্যাপটি ১০০ তে ৯০ পাবে। আশা করছি খুব শীগ্রই ফাইনাল ইউআই ডিজাইন রিলিজ হবে।
প্রযুক্তিগত দিকে আসলে বলতে হবে অ্যাপের লোডিং স্পীড ভালো ছিলো। এতোদিন ধরে ইউজ করে কোনো ধরনের ল্যাগ বা গ্লিচ পাইনি। নেভিগেশন সব ঠিকমতো কাজ করছে।
সবথেকে ভালো লেগেছে অ্যাপের কোর্সপ্ল্যান ও প্রিমিয়াম এক্সেসের মূল্য খুব বেশি না। অল্প খরচেই নেওয়া যাবে বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, ভার্সিটি এডমিশন ও অন্যান্য প্রস্তুতি।
আরও দেখুনঃ ভিপিএন কি? শীর্ষ ৫টি ভিপিএন অ্যাপ ২০২৩
সবশেষে
বিসিএস ও বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ একটি অ্যাপ হতে যাচ্ছে প্রিয় শিক্ষালয়। অ্যাপটির পেছনে যারা আছে তারা নিরলস কাজ করে যাচ্ছে। তথাকথিত কোচিং সিস্টেমের বাইরে গিয়ে পুরোদস্তুর একটি অ্যাপ। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সেরা অ্যাপটি আপনার পকেটেই থাকুক।