AI- Powered Digital Media & Learning Platform
AI- Powered Digital Media & Learning Platform

ছবি ক্লিয়ার করার সফটওয়্যার – ঝাপসা ছবি ক্লিয়ার

ছবি আমাদের জীবনে বড় একটা স্মৃতি। আমাদের পছন্দের মানুষের সাথে আমাদের ছবিগুলো সবসময় সুন্দর। কিন্তু অনেক সময় ছবির কোয়ালিটি ভালো হয় না। কিন্তু ছবি ক্লিয়ার করার সফটওয়্যার দিয়ে সহজেই ঘোলা ছবিকে একদম এইচডি ক্লিয়ার করতে পারবেন।

ঝাপসা ছবি ক্লিয়ার করার পাশাপাশি, আপনার পুরাতন ছবিগুলোও রিস্টোর করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে ছবি ক্লিয়ার করার অ্যাপ (Photo Enhancer App)। এসব অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে আগে ব্যক্তির চেহারা বিশ্লেষণ করে। তারপর এক ক্লিকেই অল্প সময়ের মধ্যেই ছবির কোয়ালিটি বাড়িয়ে দেয়। আজকে আমরা এমন কয়েকটি ছবি ক্লিয়ার করার সফটওয়্যার সম্পর্কে জানবো।

আরও দেখুন – মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার – সেরা ১০টি বাংলা কীবোর্ড

Remini

ছবির কোয়ালিটি বাড়ানোর কথা বললে প্রথমেই যে নামটি আসবে সেটি হলো রেমিনি। রেমিনি দিয়ে আপনি ঝাপসা ছবি ঠিক করতে পারবেন, ঘোলা (Blurry) ছবি ঠিক করতে পারবেন।

ছবি ক্লিয়ার করার সফটওয়্যার

এছাড়াও সাদাকালো ছবিকে রঙিন করতে পারবেন। ছবির বিউটিফিকেশন করতে পারবেন, এতে করে আপনাকে আরও সুন্দর লাগবে। Remini অ্যাপে ডেইলি লিমিট ৫টি ছবি। ৫টি ছবি আপনি প্রতিদিন ফ্রীতে এনহেঞ্চ করতে পারবেন, তবে প্রত্যেকবার ছোট একটি বিজ্ঞাপন দেখতে হবে।

PhotoTune

এক ক্লিকে পুরোনো, ঝাপসা এবং লো কোয়ালিটি ছবিকে হাই কোয়ালিটি সেরা অ্যাপ এই ফটোটিউন। পার্সোনালি আমি ফটোটিউন ইউজ করি। কারণ রেমিনি ছবিকে একটি বেশিই বিউটিফাইড করে ফেলে তাই কিছুটা অবাস্তব মনে হয়। এদিকে ফটোটিউন একটু এগিয়ে। এই অ্যাপ ছবিতে অনেকটা রিয়েল লুক দেয়।

ফটো পরিষ্কার করে এবং ছবির গুণমান বাড়ায়, পুরানো ফটো পুনরুদ্ধার করে, সাদা কালো ফটোকে রঙিন করে, পুরানো, পিক্সেলযুক্ত, ক্ষতিগ্রস্থ ছবি ঠিক করে। ফটো টিউনে ডেইলি কোনো লিমিট নেই, বিজ্ঞাপণ দেখার মাধ্যমে আপনি একাধিক ছবি নিয়ে কাজ করতে পারবেন।

আরও দেখুন – মোবাইলের জন্য সেরা ১০ ফটো এডিটিং অ্যাপস

Hitpaw

এটি যদিও একটি পিসি সফটওয়্যার, তবে এটির মোবাইল ভার্সনও যথেষ্ট ভালো। হিটপাও অ্যাপের মাধ্যমেও আপনি ছবি ক্লিয়ার করতে পারবেন। আপনার পোর্ট্রেট, সেলফি বা গ্রুপ ছবি এইচডিতে রূপান্তর। পুরানো, ঝাপসা, স্ক্র্যাচ করা ফটোগুলি ঠিক করতে পারবেন।

আমার ব্যবহারের ভিত্তিতে Hitpaw একটু বেশি বাস্তবিক রেজাল্ট দেয়। এটার মাধ্যমে ছবির কোয়ালিটি বাড়ালেও বুঝা যায় না। কনট্রাস্ট, এক্সপোজার, স্যাচুরেশন এবং স্পষ্টতার মতো এডিটিং টুলসের সাহায্যে আপনার ফটোটি ডেভেলপ করে।

UpFoto

আপফটো আরেকটি জনপ্রিয় অ্যাপ। প্লে স্টোরে এটিও অনেক ইনস্টল হয়েছে আর এভারেজ রেটিং ৪ এর বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মূলত এটি কাজ করে থাকে।

অন্য অ্যাপগুলোর মতোই এটিও কাজ করে ছবির কোয়ালিটি বাড়ানোর অ্যাপ হিসেবে। ঘোলা, ঝাপসা ও নষ্ট হয়ে যাওয়া ছবি এক ক্লিকেই ঠিক করতে পারবেন Upfoto অ্যাপ দিয়ে। এ অ্যাপের প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রিতে ইউজ করতে চাইলে বিজ্ঞাপন দেখতে হবে।

আরও দেখুন: মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি: সেরা ১০টি অ্যাপ

Vivid

এটি যদিও একটি ওয়েব টুলস এর সাথে সম্পৃক্ত। অর্থাৎ ভিভিড হচ্ছে একটি ওয়েব এপ্লিকেশনের এন্ড্রয়েড ফর্ম। এটার ওয়েবসাইট ও অ্যাপ দুটো ভার্সনই আছে। ওয়েবসাইটে সুবিধা হলো আপনার বিজ্ঞাপন দেখার জন্য অপেক্ষা করতে হবেনা।

ওয়েবসাইট ও অ্যাপে সহজেই ছবির কোয়ালিটি বাড়ানো যায়। এই অ্যাপের ইউজার প্যানেল অত্যন্ত সহজ ও সাবলীল।

এক নজরে – ছবি ক্লিয়ার করার অ্যাপস

ফটো ক্লিয়ার অ্যাপ ইনস্টল রেটিং পয়েন্ট
Remini ১০০ মি+ ৪.৪
Photo Tune ৫ মি+ ৪.৪
Hitpaw ৫০০ হাজার+ ৩.৯
UpFoto ১০ মি+ ৪.৩
Vivid ১০০ হা+ ৪.৪

এই ছিলো মূলত আজকের কনটেন্ট। এখানে আমরা সেরা কয়েকটি ফটো ক্লিয়ার করার সফটওয়্যার নিয়ে কথা বলেছি। সেরা ছবি ক্লিয়ার করার অ্যাপগুলো নিয়ে আমাদের রিভিউ আশা করছি হেল্পফুল হবে।

ঘোলা, ঝাপসা কিংবা নষ্ট হয়ে যাওয়া পুরোনো ছবিকে ক্লিয়ার করে নিজের স্মৃতিকে অম্লান করে রাখুন। সময়ের সাথে আপডেট থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিন।

Share this article
Shareable URL
Prev Post

স্যামসাং মোবাইলের দাম বাংলাদেশ ২০২৪

Next Post

যে কাজগুলো করলে ফেসবুক আইডি কখনোই হ্যাক হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *